জনতার কলম,ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল আনুমানিক ৯ টা ২০ মিনিট নাগাদ হূদরোগে আক্রান্ত হয়েই নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খোয়াই জেলার বরিষ্ঠ সাংবাদিক তথা তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবের সভাপতি পবন পোদ্দার । সেদিন হঠাৎ না ফেরার দেশে চলে গিয়েছিলেন তেলিয়ামুড়ার প্রাক্তন শিক্ষক তথা খোয়াই জেলার বরিষ্ঠ সাংবাদিক এবং তেলিয়ামুড়া মহকুমার প্রেস ক্লাবের সভাপতি তথা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি ও রাজ্য কমিটির সদস্য পবন পোদ্দার মহোদয় । কিন্তু উনার মৃত্যুর অনেকটা দিন পেরিয়ে গেলেও গত ১৮ সেপ্টেম্বর হঠাৎ উনার এই অকাল প্রয়াণে তেলিয়ামুড়া মহকুমা এবং খোয়াই জেলার সমস্ত সংবাদকর্মীরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত আজও । তবে আজ তথা শনিবার উনার অর্থাৎ তেলিয়ামুড়া প্রেস ক্লাবের সভাপতি পবন কুমার পোদ্দারের পরলৌকিক ক্রিয়া সম্পন্ন হচ্ছে নিজ বাসভবনে । তবে মৃত্যুকালে তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবের সভাপতি পবন কুমার পোদ্দারের বয়স হয়েছিল ৬৭ বছর । উল্লেখ্য, প্রয়াত পবন কুমার পোদ্দারের সাংবাদিকতার ইতিহাসের দিকে চোখ রাখলে দেখা যায় অজস্র স্মৃতি রেখে গেছেন তিনি । তিনি দৈনিক সংবাদ-এর তেলিয়ামুড়ার সাংবাদিক । দীর্ঘ প্রায় ৪২ বছর ধরে এই দৈনিক সংবাদ-র সঙ্গে জড়িত ছিলেন । তবে প্রেস ক্লাবের সভাপতি পবন কুমার পোদ্দারের সাহসিকতার লেখনীতে প্রশাসনের কাল-ঘাম ছুটে যেত । কিন্তু এই লেখনীর ধারা প্রবাহ বর্তমানে এবং আগামী দিনের জন্যও ইতিহাস হয়ে রইল নতুন প্রজন্মের কাছে । কোন এক সময় খোয়াই জেলার বিভিন্ন সংবাদকর্মীদের অভিভাবক হিসেবেও কাজ করতেন সংবাদ এর স্বার্থে । তবে হঠাৎ সেদিন তেলিয়ামুড়া মহাকুমা প্রেস ক্লাবের সভাপতি পবন পোদ্দারের অকাল প্রয়াণে সবকিছুই যেন আজও এলো মেলো হয়ে আছে । তবে বিগত ১৮ সেপ্টেম্বর শুক্রবার পরবর্তী সময়ে উনার মৃতদেহ নিজ বাড়ি থেকে তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবের সামনে আনা হলে তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক থেকে শুরু করে ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরাও পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন প্রয়াত বরিষ্ঠ সাংবাদিক পবন কুমার পোদ্দার মহোদয়কে । তবে সেই দিন ১৮ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার সকাল থেকে একটি বাইক রেলির মাধ্যমে শববাহী গাড়ি করে তেলিয়ামুড়া মহাশ্মশানে নিয়ে গিয়ে উপস্থিত থেকে ওনার শেষকৃত্য সম্পন্ন করা হয় । উনার মৃত্যুতে আজও শোকাহত গোটা তেলিয়ামুড়াবাসী ।।