জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- বুধবার রাজ্যের টেট উত্তীর্ণ শিক্ষকরা রাজ্যের শিক্ষা অধিকর্তার কাছে এক ডেপুটেশনে মিলিত হন। তাদের দাবী ২০১৮ সালে যেসব টেট উত্তীর্ণ শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের মেয়াদ শেষ হওয়ার পূর্বে যেন তাদের চাকরির সমাধান করা হয়। তাছাড়া পুর্বে এই বিষয় নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রির সাথে দেখা করার সময় তাদেরকে সমাধানের আশ্বাস দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি বলে জানান এরা। তারই পরিপ্রেক্ষিতে আজ তাদের এই ডেপুটেশন প্রদান কর্মসূচী বলে জানান শিক্ষকরা।