Site icon janatar kalam

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে লক্ষীনারায়ন বাড়ি চত্বরে স্বচ্ছ ভারত অভিযান

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা, আগরতলাঃ- স্বাস্থ্য সুরক্ষায় স্বচ্ছতায় মূল চাবিকাঠি। মহামারীর এই পরিস্থিতিতে সকলকে সুস্থ রাখার জন্যে স্বচ্ছতার উপরই জোর দেওয়া হচ্ছে। তারই জেরে রাজধানী লক্ষ্মীনারায়ণ বাড়ি চত্বরে ইন্ডিয়া ট্যুরিজম গোয়াহাটি এবং হিন্দুস্তান ট্যুর ট্রাভেলসের যৌথ উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান করা হয়। এ দিনের কর্মসূচি থেকে সংগঠনের এক কর্মকর্তা জানান এই মহামারী পরিস্থিতিতে রাজ্যের সমস্ত দপ্তর এর পাশাপাশি পর্যটন দপ্তরও এই মহামারীর শিকার বলে জানান পাশাপাশি গুয়াহাটি রিজিওনাল কার্যালয় থেকে রাজ্যের পর্যটনের উপর জোর দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় জানান এবং তারই উদ্দেশ্যে আজকের কর্মসূচি বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

Exit mobile version