জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর প্রতিদিন রাজ্যের কোন না কোন প্রান্তে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর আক্রমণ সংগঠিত করা হচ্ছে বলে জানা যায়। মঙ্গলবার ডিওয়াইএফআইয়ের সহ-সম্পাদক অরিন্দম বিশ্বাস এর উপর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদ জানিয়ে রাজধানীর বুকে বিক্ষোভ কর্মসূচিতে মিলিত হন বামপন্থী যুব সংগঠন। এই দিনের কর্মসূচি থেকে বামপন্থী যুব সংগঠনের নেতৃত্ব এই ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।