জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা,আগরতলা:- আজ শহীদ ভগৎ সিং এর ১১৪ তম জন্ম দিবস। আজকের দিনে ভগৎ সিং কে স্মরণ করার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী আইনের তীব্র বিরোধিতা জানিয়ে আইন প্রত্যাহারের দাবিতে সোমবার রাজধানীর মেলার মাঠ স্থিত ভানু ঘোষ সিটি ভবনের সামনে এক বিক্ষোভ কর্মসূচিতে মিলিত হয় এ আই কে এস বামপন্থী কৃষক সংগঠন। এ দিনের কর্মসূচি থেকে প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী কেন্দ্রীয় সরকারের আইন সংসদে পাস হলেও সারা দেশে যেন লাগুনা হতে পারে সে বিষয়ে আন্দোলন চালিয়ে যাবে বলে শপথ নেন তিনি। কেন্দ্র সরকার কৃষকদের স্বার্থে কৃষি আইন প্রণয়ন করলেও কৃষকদের স্বার্থে তা কতটুকু কার্যকরী হবে এবং তাতে কৃষকরা কতটুকু লাভবান হবেন সেটাই এখন দেখার বিষয়।