Site icon janatar kalam

২১সেপ্টেম্বরের কংগ্রেসের ডাকা বন্ধের স্বদলীয় একাংশ নেতৃত্ব বিরোধিতা করছে : বীরজিৎ

জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- ১২দফা দাবির সমর্থনে আজ উদয়পুরে ২১ সেপ্টেম্বর বারো ঘন্টার ত্রিপুরা বন্ধের প্রচার করেন ত্রিপুরা প্রদেশ প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহা lগর্জমান মিছিল উদয়পুর জেলা কংগ্রেসের ভবন থেকে শুরু করে সেন্ট্রাল রোড ও নিউ টাউন রোডে থানার সামনে ও জামতলা কংগ্রেস ভবনের সামনে এসে শেষ হয় এই মিছিলl এর আগে কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা বলেন, বি জে পি – আই পি এফ টি জোট সরকারের আড়াই বছরের শাসনে রাজ্যে চরম নৈরাজ্য ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে lআজকে পথ চলতি সাধারণ মানুষদের মধ্যে উদয়পুর জেলা কংগ্রেস ভবনের সামনে লিফলেট বিতরন করা হয়। এই লিফলেট বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী বীরজিৎ সিনহা । এর আগে সাংবাদিক সম্মেলনে নিজের দলের ও শাসক দলের বিরুদ্ধে তোপ দাগেন l তিনি অভিযোগ করেন, কংগ্রেসের একাংশ নেতৃত্ব এই বনধের বিরোধিতা করছে l এটা রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি ভালো ভাবে মেনে নিচ্ছে না l সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা অভিযোগ করেন , রাজ্যে প্রতিনিয়ত ও নারী ধর্ষণ খুন সন্ত্রাস অব্যাহত রয়েছে এবং বিরোধী কর্মীদের উপর আক্রমণ হামলাও অব্যাহত l এর প্রতিবাদে 12 ঘন্টার ত্রিপুরা বনধ পালনের দাবি জানানো হয়ে l উপস্থিত ছিলেন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি সৌমিত্র বিশ্বাস, নিত্য গোপাল সাহা, সহ জেলা কংগ্রেস নেতা গণ l

Exit mobile version