Site icon janatar kalam

কাজ করতে গিয়ে ছাদ থেকে পরে আহত এক শ্রমিক

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- ছাদ থেকে পড়ে গিয়ে শিবু দেবনাথ নামে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছে l আহত শ্রমিকের নাম শিবু দেবনাথ l উদয়পুর টাউনে বাটা গলির কাছে এক বাড়িতে বিল্ডিং এর প্লাস্টার করার কাজ করছিলেন l হটাৎ তিনি অসুস্থতা অনুভব করেন এবং মাটিতে পরেও যান lখবর দেওয়া হয় উদয়পুর দমকল বাহিনীকে।খবর পেয়ে দমকলের কর্মীরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে নিয়ে যায় l সেখানেই তার চিকিৎসা চলছে l

Exit mobile version