জনতার কলম প্রতিনি ধি ত্রিপুরা আগরতলাঃ- মাক্স পরা কি শুধু জীবনের সুরক্ষার জন্য নাকি জরিমানার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জিসিএম বাজার উপস্থিত হতেই বাজার ব্যবসায়ীরা দোকানের কোনা থেকে টেনে এনে মাক্স মুখে দিলেন মিষ্টির দোকান থেকে শুরু করে মুদির দোকানে সবজি বিক্রেতা থেকে মাছ মাংস বিক্রেতা একটা বিরাট অংশ মাক্স ছাড়াই বাজারে বসে ব্যবসা করে যাচ্ছেন তাদের মধ্যে একটি অংশ মাক্স না পরে চলে এসে বাজার করতে দেখা গেল কিন্তু এই বাজারগুলো সমিতির নেতারা সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে জানিয়ে দিয়েছে কোনো ক্রেতা যদি মাক্স না পরে বাজারে আসে তাহলে তাদেরকে কোন রকম সামগ্রী দেওয়া হবে না আবার ব্যবসায়ীরাও মাস পরে দোকানদারি করবে এরকম এর এই নির্দেশিকা জারি করা হয়েছিল কিন্তু বটতলা বাজারে সদর মহকুমা প্রশাসনের বিশেষ বিশেষ অভিযান সংঘটিত হয় এই অভিযানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে যা রীতিমতো আতঙ্কের কারণ ইতিপূর্বে শহরের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে এন্টিজেন টেস্ট হয়েছে সেই এন্তিজেন টেস্টের পর পজিটিভ সংখ্যা অনেক বেশি তাই কিভাবে জনগনকে করোনা ভাইরাস সংক্রমণ রোগ থেকে কিভাবে সুরক্ষা দেওয়া যায় তার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন বাজারগুলিতে মাক্স বিরুদ্ধে অভিযান শুরু করে দিয়েছে এদিন মাছ বিরুদ্ধে অভিযানে নেমে সংবাদমাধ্যমের সামনে বলতে গিয়ে জানান বাইট রাজ্যের বিভিন্ন বাজারগুলোতে সামাজিক দূরত্ব মানছে না আবার মাক্স না পড়ার প্রবণতা রয়েছে তবে এই প্রবণতা সবার মধ্যে নেই একটা অংশের মধ্যে আছে অর্থাৎ মাক্স না পড়া এবং সামাজিক দূরত্ব না মানা এই প্রবণতা দেখে দিয়ে দেখা দিয়েছে বটতলা বাজার মোট চৌমুনী এবং বিভিন্ন জায়গায় এই সময়ের মধ্যে বাজারগুলোতে এন্টিজেন টেস্ট করানোর দাবি উঠেছে তার পাশাপাশি প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি করেছেন সচেতন মহল।