Site icon janatar kalam

সংগঠনকে শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্যে তপশিলী জাতি মোর্চার সাংগঠনিক সভা

জনতার কলম,ত্রিপুরা,শান্তিরবাজার প্রতিনিধি :- শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া কমিউনিটি হলে দক্ষিন জেলার তপশিলী জাতি মোর্চার উদ্যোগে এক সাংগঠনিক সভার আয়োজন করাহয়। এই সাংগঠনিক সভায় দক্ষিন জেলার সবকয়টি মন্ডলে তপশীলি জাতি মোর্চার মন্ডল সভাপতি ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দেওয়াহয় ও আগামীদিনে সংগঠনকে শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন আলাপ আলোচনাকরাহয়। আজকের এই সাংগঠনিক সভার মধ্যদিয়ে শিক্ষক দিবসকে কেন্দ্র করে তপশিলী জাতি মোর্চার উদ্দ্যোগে দুইজন শিক্ষককে সংবর্ধনা প্রদানকরাহয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলী জাতি মোর্চার রাজ্য সভাপতি টুটন দাস , তপশিলী জাতি মোর্চার দক্ষিন জেলার সভাপতি বিশ্বজিৎ দাস, বিজেপির দক্ষিন জেলার সাধারন সম্পাদক তথা ৩৬ শান্তির বাজার বিজেপির মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

Exit mobile version