জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- হাসপাতালের স্বচ্ছতা বজায় রাখতে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, কেননা যে সমস্ত এনারা করেন তা অন্য কেউ করতে পারবেন না। তবু ও তাদের যোগ্য মজুরী প্রদান করা হয় না বলে অভিযোগ আনেন জিবি হাসপাতালের অনিয়মিত কর্মীরা। গতকাল তাদেরকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে জিবি হসপিটালে অনিয়মিত কর্মচারীরা বিক্ষোভ দেখালেন, তাছাড়া তারা এই করোনার মধ্যে বহু পরিশ্রম করে চলছেন ও ডেড বডি উঠানো নামানো থেকে শুরু করে সব কাজই তাদেরকে করানো হচ্ছে কিন্তু তারা ন্যায্য মূল্য পাচ্ছে না বলে জানায় অনিয়মিত কর্মচারীরা।