2024-12-16
agartala,tripura
রাজ্য

দুর্ঘটনার শিকার বাইক আরোহী, পলাতক গাড়ির চালক

আবারো দুর্ঘটনার শিকার বাইক আরোহী। ঘটনা আমতলী স্কুল সংলগ্ন এলাকায় । এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান টি আর ০১ এ ৩৬৬১ নম্বরের একটি কমান্ডো জীপ গাড়ি বেপরোয়া হয়ে দুরন্ত গতিতে বিশালগড় থেকে আগরতলার উদ্দেশ্যে আসছিলো তখনই গতি নিয়ন্ত্রণ করতে না পেরে টি আর ০১ এ ম ৪৬০৮ নম্বরের একটি পালসার বাইককে ধাক্কা মারে, ঘটনাস্থলে আহত হয় দুই বাইক আরোহী । আহতদের সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমতলী থানার পুলিশ । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service