Site icon janatar kalam

করোনা সংক্রমণ রোধে রাজধানীর লেক চৌমুহনী বাজারকে বিবেকানন্দ ময়দানে স্থানান্তরিত করা হলে নানান সমস্যার অজুহাত দেখাচ্ছে ব্যবসায়ীরা

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রাজ্যে ক্রমাগতভাবে বেড়ে চলা করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার ও প্রশাসন নানা নির্দেশিকা জারি করার পরও রাজধানীর বাজার হাট গুলিতে যেভাবে সরকারি নির্দেশিকা অবমাননা পরিলক্ষিত করা যায়, তা পরিলক্ষিত করে রাজধানীর চৌমুহনী বাজারকে স্থানান্তরিত করা হয় রাজধানীর বিবেকানন্দ ময়দানে। পূর্বে একসময় তাদেরকে একই জায়গায় নিয়ে আসার পর বাজার ব্যবসায়ীরা নানান সমস্যার অজুহাত দেখিয়ে বাজারকে পুনরায় আগের জায়গায় নিয়ে যাওয়ার আবেদন রেখেছিল সরকারের কাছে, ঠিক তখনই রাজ্য সরকারের একজন বিধায়কের আদেশে বাজার পুনরায় আগের জায়গায় নিয়ে আসা হয় কিন্তু ক্রমাগতভাবে সরকারি নির্দেশিকার অবমাননা করতে থাকেন ব্যবসায়ীরা। এখন আবার তাদেরকে বিবেকানন্দ ময়দানে পুনরায় নিয়ে আসা হলে তারা সেই একই কায়দায় অজুহাত দেখানো শুরু করেছে। মহামারী করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কতটুকু কার্যকর হয় এবং বাজার ব্যবসায়ীরা সরকারি নির্দেশিকা কতটুকু পালন করেন সেটাই রইল দেখার।

Exit mobile version