সরকার বিরোধী সি এ এ , এন আর সি নিয়ে যারা আন্দোলন করেছেন এবং যারা আন্দোলনের নামে রেল গাড়িতে আগুন লাগিয়েছেন ,তাদের প্রতি ধিক্কার জানিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এ বি ভি পি সংগঠনের উদ্যোগে এক তিরঙ্গা রেলীর আয়োজন করা হয়। এদিনের রেলিতে এ বি ভি পি রাজ্য সম্পাদক সরোজ দেব, যারা বলেন লালকেল্লাতে লালঝাণ্ডা লাগাতে হবে, যারা বলেন ভারত টেরি টুকরে হোঙ্গে তাদের উদ্দেশ্যে বলেন ত্রিপুরাতে থাকতে হলে ত্রিপুরার রীতিনীতি মেনে চলতে হবে ,ভারতবর্ষে থাকতে হলে ভারতের রীতিনীতি মেনে চলতে হবে।
Leave feedback about this