Site icon janatar kalam

৩রা সেপ্টেম্বর 12 ঘণ্টা বনধের ডাক দিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের শাখা সংঘটন

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রাজ্যের শাসকদল গোটা রাজ্যে যে সন্ত্রাস কায়েম করে রেখেছে এবং বিরোধী দলের নেতা মন্ত্রীদের উপর যে হামলা হুজ্জুতি চালাচ্ছে শাসক দলের দুষ্কৃতীরা তার প্রতিবাদ জানিয়ে প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন রাজধানী আগরতলা প্রেসক্লাবের এক সাংগঠনিক সভার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন যে আগামী তিন তারিখ সকাল ছয়টা থেকে বিকাল ছয়টা অবধি সারা রাজ্য বনধ থাকবে। এদিন কংগ্রেস সেবা দলের সভাপতি নিত্য গোপাল রুদ্র পাল বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের সমস্ত শান্তিপ্রিয় মানুষকে এই বন্ধের সমর্থনে এগিয়ে আসার আহ্বান রাখেন । এদিনের এই কর্মসূচিকে ঘিরে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Exit mobile version