Site icon janatar kalam

গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা চারা ধ্বংস করলো পুলিশ

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- উদয়পুর মহাকুমার পুলিশ আধিকারিক ধ্রুব নাথের নেতৃত্বে শনিবার সকাল সাতটা গোপন সংবাদের ভিত্তিতে ত্বৈবন্দাল এডিসি এলাকার ফরেস্ট জায়গাতে এিশ হাজার গাজা চারা ৩টি প্লট ধ্বংস করে। বহুদিন ধরেই অভিযোগ ছিল কাকড়াবন গাঁজা চাষ হচ্ছে,প্রশ্ন তুলেছিল পুলিশের ভূমিকা নিয়ে। অবশেষে শনিবার সকাল এসডিপিও নেতৃত্ব টিএসআর এবং পুলিশ বাহিনী নিয়ে ওসি নাড়ুগোপাল দেব এবং সাব ইন্সপেক্টর খোকন সাহা অভিযান চালায় গাঁজা বিরোধি, এবং সাফল্য পায়। গাজা ধ্বংস করার প্রক্রিয়াও সফল করেন । পুলিশ সূত্রে জানা গেছে তিনটি ফ্লাটে গাজা খেত লাগানো হয়েছিল, যা পুলিশের প্রাথমিক ধারনা বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা অনুমান করা যাচ্ছে । কিন্তু কে বা কাহারা এই গাছ লাগিয়েছে এবং তার সাথে কে যুক্ত রয়েছে এখনো পর্যন্ত জানা যায় নি । তবে ঘটনার সঠিক তদন্ত করার পরই প্রকৃত ঘটনা বের হবে।

Exit mobile version