নেশাবিরোধী অভিযানে আবারো বড় সাফল্য পেল রাজ্যের প্রশাসন । ঘটনা খয়েরপুর পুরাতন আগরতলা এলাকায় । গোপন সূত্রের ভিত্তিতে খয়েরপুর ফাঁড়ির পুলিশের কাছে খবর আসে যে খয়েরপুর পুরাতন আগরতলা এলাকার প্রলব দাসের বাড়িতে কিছু নেশা সামগ্রী পাওয়ার সম্ভাবনা আছে বলে । সেই সূত্রের ভিত্তিতে খয়েরপুর ফাঁড়ির পুলিশ ও ২১নং ব্যাটেলিয়ন আসাম রাইফেলসের জওয়ানদের যৌথ উদ্যোগে প্রলব দাসের বাড়িতে ও এলাকায় তল্ল্যাসি চালায় । সেখানে একটি পরিত্যক্ত বাড়ি থেকে একটি প্যাকেট উদ্ধার করে, সেই প্যাকেটে কিছু পাউডার জাতীয় পদার্থ উদ্ধার হয় সেটা ব্রাউন সুগার হতে পারে বলে ধারণা পুলিশের ,পাশাপাশি কিছু ভারতীয় টাকা উদ্ধার হয় যেটা আনুমানিক ৩৭হাজার ২০০ টাকার মত বলে জানান খয়েরপুর থানার পুলিশ আধিকারিক । এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো জালে তুলতে পারেনি পুলিশ । ঘটনার তদন্ত চলছে।