সোমবার রাজধানীর বাণী বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল জেলা ভিত্তিক প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা । মোট ৫টি জেলার ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ।এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার সভাধিপতি অন্তরা সরকার দেব , ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড: অরুণোদয় সাহাসহ অন্যান্য অতিথিবৃন্দরা। এদিনের অনুষ্ঠানে পশ্চিম জেলার সভাধিপতি অন্তরা সরকার দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন ছাত্রছাত্রীরা যেভাবে দূষণ রোধক , সোলার সিস্টেম কিভাবে তৈরী করা যায় , কিভাবে পরিবেশ রক্ষা করা যায় তা নিয়ে জেলার বিভিন্ন ছাত্রছাত্রীরা যে প্রদর্শনী দেখিয়েছেন তা লক্ষণীয় বলে জানান। শেষে অতিথিরা ছাত্রছাত্রীদের প্রদর্শনী ঘুরে দেখেন।
janatar kalam Blog রাজ্য অনুষ্ঠিত হল জেলা ভিত্তিক প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা, প্রদর্শনী লক্ষণীয় বলে জানান পশ্চিম জেলার সভাধিপতি ।
Leave feedback about this