Site icon janatar kalam

10323 ভিক্টিমাইজ শিক্ষক সংগঠনের উদ্যোগে রক্তদান শিবিরে বিধায়ক বিপ্লব কুমার ঘোষ

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- মঙ্গলবার অল ত্রিপুরা 10323 ভিক্টিমাইজ শিক্ষক সংগঠনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন উদয়পুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র অধীন চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বি আর সি হলে প্রদীপ প্রজ্জ্বলন করে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। এছাড়া এই রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সদস্যা তথা বিজেপি মহিলা মোর্চার গোমতী জেলা সভানেত্রী শুক্লা মজুমদার, মাতাবাড়ি মন্ডল সভাপতি মিন্টু চক্রবর্তী সহ অল ত্রিপুরা 10323 ভিক্টিমাইজ শিক্ষক সংগঠনের নেতৃত্বরা। এদিন এই রক্তদান শিবিরে 10323 ভিক্টিমাইজ শিক্ষক শিক্ষিকারা স্বেচ্ছায় রক্তদান করেন। উল্লেখ্য, কিছুদিন পূর্বেও এরা উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে এবং কাকরাবন কমিউনিটি হলে রক্তদান শিবিরের আয়োজন করেছিলো।

Exit mobile version