Site icon janatar kalam

রাজধানির আইজিএম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক ডাঃ দিলিপ দাস

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- মঙ্গলবার রাজধানীর হাসপাতাল পরিদর্শনে গেলেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক বিধায়ক ডাক্তার দিলীপ দাস সঙ্গে ছিলেন পুরনিগমের কমিশনার শৈলেশ কুমার যাদবও। পরিদর্শন শেষে বিধায়ক ডাক্তার দিলীপ দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আইজিএম হাসপাতালে ওপিডি পরিষেবা চালু করার জন্য ওপিডি সেকশন বানানোর জন্য যে জায়গা খোজা হচ্ছিল এতদিন ধরে, সেটা এখানেই নির্মাণ করা হবে বলে জানানোর পাশাপাশি হাসপাতালের পেছনদিকে যে জায়গাটা রয়েছে সেখানে ক্যাজুয়েলিটি ওয়ার্ড নির্মাণ করা হবে বলে জানান। কেননা ইমারজেন্সি যদি কোন রোগী আছে তাকে বিনা চিকিৎসায় জিবি হাসপাতাল রেফার করে দেওয়া হয়, তাতে রোগীর পরিবারের লোকেদের অনেক বেশি কষ্ট হয় বলে, সরকারের পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান বিধায়ক ডাক্তার দিলীপ দাস।

Exit mobile version