Site icon janatar kalam

বিরোধী দল সিপিআইএমের পক্ষ থেকে প্রয়াত কমরেড অনুপ কুমার দাসের স্মরণ সভা আয়োজন করা হলো

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- শনিবার রাজধানী মেলারমাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনে ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য কমরেড অনুপ কুমার দাস এর স্মরণসভার আয়োজন করা হয়। এদিন প্রয়াত কমরেড অনুপ কুমার দাসের প্রতিকৃতিতে ফুল ও মাল্যদান করেন সংগঠনের কার্য কর্তারা। এদিনের স্মরণ সভায় উপস্থিত ছিলেন দলের বিরোধী দলনেতা সহ পার্টির অন্যান্য নেতৃবৃন্দ সহ কার্য কর্তারা। এ দিনের কর্মসূচি থেকে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার প্রয়াত প্রয়াত কমরেড অনুপ কুমার দাসের দলের প্রতি তার আদর্শ এবং নিষ্ঠার সাথে কার্যকলাপ পরিচালনা করা এবং দলের বিভিন্ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকার কথা তুলে ধরার পাশাপাশি বর্তমান রাজ্য সরকার ক্ষমতা আসার যে মূল শক্তি যুবসমাজ সেই যুবসমাজকে তৎকালীন সময়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি এখন পর্যন্ত রাজ্য সরকার পালন করেননি বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

Exit mobile version