জনতার কলম,এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- করোনা মহামারী পরিস্থিতিতে রাজ্য সরকারকে সহায়তা করার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে তিন লক্ষ সত্তর হাজার পাঁচ টাকার আর্থিক সহায়তা করলেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে জেলা শাসক কার্যালয়, স্বাস্থ্য দপ্তর, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর এবং মৎস দপ্তরের কর্মচারীরা। এদিন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে এই আর্থিক সহায়তা করা হয়। উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলা সভাপতি গৌতম দাস সহ অন্যান্য নেতৃত্ব ও চারটি দপ্তরের কর্মী ও আধিকারিকরা। এই উদ্যোগকে এদিন সাধুবাদ জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।