রাজ্য সরকারের উদ্যোগে আজ আগরতলার বেনুবন বিহারে এক কর্মসূচির আয়োজন করেছিল যেখানে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ মহারাজা বীর বিক্রমকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মহারাজা বীর বিক্রম ত্রিপুরার শেষ রাজা ছিলেন। তিনি 39 বছর বয়সে মারা যাওয়ার পরে ত্রিপুরা একীভূত হন। ত্রিপুরায় বিজেপি সরকার গঠনের পরে, গত বছর থেকে প্রয়াত মহারাজার জন্মদিনে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছিল। তারা মহারাজা বীর বিক্রম মানিক্যের নামে আগরতলা বিমানবন্দরও নতুন নামকরণ করেছিলেন। বিজেপি-আইপিএফটি সরকার প্রয়াত মহারাজার উত্তরাধিকার নিয়ে অত্যন্ত উত্সাহী। ত্রিপুরার একটি বিমানবন্দর, স্টেডিয়াম, কলেজ ও রাজ্য বিশ্ববিদ্যালয় রয়েছে মহারাজা বীর বিক্রম মানিক্যের নামে। এদিন বেনুবন বিহার প্রয়াত মহারাজার জন্ম বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিপ্লব দেব বলেছিলেন, রাজ্যে নিরলস পরিশ্রমের জন্য ত্রিপুরা তার প্রতি সর্বদা কৃতজ্ঞ থাকবেন তিনি তাঁর আধুনিক চিন্তাভাবনা ও পরিশ্রমের মধ্য দিয়ে। তিনি আধুনিক ত্রিপুরার স্বপ্নদ্রষ্টা ছিলেন বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।