জনতার কলম, ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি :-অবসান হল প্রায় ৮০ বছরের সঙ্গীত জীবনের। প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত যশরাজ। আজ সোমবার নিউ জার্সিতে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। এদিন তাঁর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন তাঁর কন্যা দুর্গা যশরাজ। বহুদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। অবনতি হচ্ছিল তাঁর শারীরিক অবস্থার।১৯৩০ সালের ২৮ জানুয়ারি হরিয়ানার হিসারে জন্মগ্রহণ করেন পণ্ডিত যশরাজ। এরপর ১৯৪৬ সালে কলকাতায় চলে আসেন তিনি। গুজরাতের সানন্দ থেকে মেওয়াতি ঘরানার সংগীতের তালিম নিয়েছিলেন প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। শাস্ত্রীয় সংগীতের জন্য ভারতে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রীর মতো একাধিক পুরস্কার পেয়েছেন ‘পণ্ডিত জি’। এ ছাড়াও তাঁর প্রাপ্তির ঝুলিতে রয়েছে বহু বিদেশি পুরস্কার ও সম্মানও। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পীকূল। শোকের ছায়া দেশ বিদেশে থাকা তাঁর অগনীত ছাত্র-ছাত্রীদের মধ্যেও।