2024-12-20
agartala,tripura
রাজ্য

প্রয়াত সাংবাদিক অভিজিৎ রাহার বাড়িতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার

জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- রবিবার রাজ্যের বিরোধি দলনেতা মানিক সরকার প্রয়াত সাংবাদিক অভিজিত রাহার বাড়িতে যান। কথা বলেন পরিবার পরিজনদের সাথে ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এদিন পরিদর্শনকালে বিরোধি দলনেতা মানিক সরকার প্রয়াত সাংবাদিক অভিজিত রাহার প্রসংগে বলতে গিয়ে অভিজিৎ রাহা নিজ কর্মে সচল ছিলেন, দায়িত্ব নিয়ে কাজ করতেন, খুব সাহসী ছিলেন এবং উনি যে প্রতিষ্ঠানে কাজ করতেন সেই প্রতিষ্ঠানের দায়িত্ব গুলিতে নিজের দায়িত্ব বলে মনে করে কর্তব্য সচল থাকতেন। পাশাপাশি অভিজিৎ রাহা অকাল প্রয়াণে রাজ্যের সংবাদ জগতের ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service