জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- ৭৪ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজ্যে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ও রাজ্যের বিভিন্ন এলাকার ব্লক কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং নিজেদের দলীয় নেতৃত্বদের শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস বর্তমান নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আমলে ভারতের সংবিধান ভূলুণ্ঠিত হচ্ছে এবং স্বাধীন যে সংস্থা গুলি রয়েছে সেগুলি কে নিজ আয়ত্বে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বর্তমান কেন্দ্রীয় সরকার বলে অভিমত ব্যক্ত করেন। তাছাড়া আজ স্বাধীনতা দিবস উদযাপনের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা দেশের সংবিধান রক্ষা এবং মানুষের অধিকার রক্ষার জন্য কংগ্রেস লড়াই করে যাবে বলে শপথ নিয়েছেন বলে জানান তিনি। পাশাপাশি এদিন গান্ধীঘাটস্থিত শহীদদের বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা।এদিনের কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস এবং এনএসইউআই সভাপতি রাকেশ দাসসহ সংগঠনের অন্যান্য কার্যকর্তারা।