জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- সারা দেশের সাথে যথাযোগ্য মর্যাদায় রাজ্যের ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পক্ষ থেকে পালন করা হলো ৭৪ তম স্বাধীনতা দিবস। এ দিনের কর্মসূচি থেকে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর দেশের নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আমলে ন্যায়ালয় ও সিবিআই অফিসের পক্ষ থেকে আইনত পদক্ষেপ নিলে এদের উপর যে হামলা হুজ্জুতির ঘটনা ঘটে সেগুলির তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এই স্বাধীনতা দিবস থেকে মানুষের অধিকার, বাক্ স্বাধীনতার অধিকার, ব্যক্তিগত অধিকার রক্ষার ক্ষেত্রে নিজেদের কর্তব্য পালন করে যাবে বলে শপথ নিয়েছেন বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাশ ও দলের অন্যান্য কার্য কর্তারা।