Site icon janatar kalam

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উদয়পুর পুর পরিষদে বৃক্ষ রোপন

জনতার কলম,এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উদয়পুর পুর পরিষদের উদ্যোগে আজ উদয়পুরে বৃক্ষ রোপন উৎসব পালিত হয় l উদয়পুর শহরে জাতীয় সড়কের উভয় পাশে আজ পঞ্চাশটির বেশি গাছ লাগানো হয়েছে l নানা ধরণের ফল, ফুল সহ গুরুত্বপূর্ণ ঔষুধী গাছও রয়েছে l বৃক্ষ রোপন করে উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার বলেন , বৃক্ষ জীবন দায়ী , বৃক্ষ মানুষকে বিভিন্ন ভাবে সহায়তা করে l একটি গাছ একটি প্রাণ l প্রাণের অস্তিত্ব রক্ষায় বৃক্ষের বিকল্প নেই l এই বৃক্ষ রুপন উৎসবে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের কাউন্সিলার গণ , পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কিরীট মোহন সরকার প্রমূখ l

Exit mobile version