Site icon janatar kalam

১০৩২৩ শিক্ষদের প্রতি সরকারের সহানুভুতি রয়েছে :- প্রণজিৎ

জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- যাদের চাকুরী নেই অথচ সামাজিক কাজ চালিয়ে যাচ্ছে। তাদের এক ফোটা রক্তে মুমুর্ষ রোগীর প্রাণ রক্ষা হচ্ছে l তাদের প্রতি সরকারের সহানুভুতি রয়েছে l মনে সাহস নিয়ে চলতে হবে l সরকার তাদের পাশে রয়েছে l অল ত্রিপুরা 10323 ভিক্টিমাইজ শিক্ষক সংগঠনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্ভোদন করে এই অভিমত ব্যক্ত করেন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় lবুধবার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে এই রক্তদান শিবিরে এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায় আয়োজক সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক অরবিন্দ শর্মা, রাজ্য সভাপতি প্রদীপ বণিক ,গোমতী জেলা সভাপতি হিরিন্ময় কর প্রমুখ l এদিন এই রক্তদান শিবিরে 10323 ভিক্টিমাইজ 20 জন শিক্ষক সেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবির কে 10323 ভিক্টিমাইজ শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Exit mobile version