জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা :- আজ ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তৃথী তথা কৃষ্ণ জন্মাষ্টমী। আজকের এই দিনে রাজধানীর শ্রেয় কৃষ্ণ মন্দির ও জগন্নাথ জিও মন্দিরে এই তিথিকে ঘিরে ভক্তদের ভিড়ে অন্যান্য বছর নানা সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে পালন করা হলেও এবছর মহামারী করোনা ভাইরাস সংগ্রমনের আশংকার জেরে সরকারি নির্দেশ মাথায় রেখে বেশ কিছু সংখক ভক্তদের নিয়ে ক্ষুদ্র পরিসরে ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথিটি উদযাপিত করা হচ্ছে বলে জানালেন মন্দিরের পুরোহিত। তবে প্রত্যাশা আগামী জন্মাষ্টমীতে জাকজমক অনুষ্ঠান হবে এবং গোটা বিশ্ব মহামারী মুক্ত হবে।