Site icon janatar kalam

সমাজের এক অদৃশ্য বিষের বিরুদ্ধে লড়াই লড়াইয়ে শামিল হতে, এই দিনের গুরুত্ব স্মরণ করিয়ে দিতে ভারত ছাড়ো আন্দোলন কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা, আগরতলাঃ- ১৯৪২ সালে ৯ আগস্ট ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতছাড়ো আন্দোলনের ঘোষণা দিয়েছিল জাতির জনক মহাত্মা গান্ধী। এই ভারতছাড়ো আন্দোলনের মাধ্যমে হাজার ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলেও দেশের মধ্যে অনেক জনগোষ্ঠীর রয়েছেন যারা এখনো নিজেদের স্বাধীনতা অর্জন করতে পারেনি। ভারতবর্ষের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সামাজিক বিবাদ অনুষ্ঠিত হয় যেটা দেশের পক্ষে ক্ষতিকারক এই যে একটা অদৃশ্য বিষ রয়েছে সেই বিষের বিরুদ্ধে লড়াই করতে আজকের এই দিনে ভারত ছাড়ো আন্দোলনের কর্মসূচী হাতে নিয়ে সমাজের যুবক যুবতীদের এই দিনে মুহূর্ত স্মরণ করিয়ে দিতে এই কর্মসূচির আয়োজন করা বলে রাজধানী আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে ভারত ছাড়ো আন্দোলন কর্মসূচিতে বক্তব্য রাখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। এদিনের কর্মসূচিতে প্রদেশ কংগ্রেস সভাপতি, সহ সভাপতিসহ উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন ও বর্তমান নেতৃত্বরা।

Exit mobile version