জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- দেশে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছে ভাঁওতাবাজির মধ্য দিয়ে। সেই ভাঁওতাবাজির ফলে দেশে বেকারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং আর্থিক সমস্যা দেখা দিয়েছে। রবিবার প্রদেশ যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন বিধানসভা ভিত্তিক জেলায় প্রতিবাদ কর্মসূচি পালনের মধ্য দিয়ে এমনি মন্তব্য করলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস। তিনি আরো জানান রাজ্যে মহামারী পরিস্থিতিতে প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে সাধ্যমত ত্রাণ বন্টন এবং সুরক্ষা সামগ্রী বন্টন এর মতো কর্মসূচি হাতে নিয়েছিল যেগুলিতে প্রশাসনের কাছ থেকে কোনো রকম সাহায্য পায়নি প্রদেশ যুব কংগ্রেস নেতৃত্ব উল্টো শাসক দলের ক্যাডারদের হুমকির মুখে পড়তে হয়েছে তাদেরকে বলে জানান তিনি আজ এই কর্মসূচির মধ্য দিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর কাছে জনস্বার্থে কাজ করতে গিয়ে কেনো হুমকির মুখে পড়তে হয়েছে তাদের এই প্রশ্নের জবাব চান।