Site icon janatar kalam

বাণিজ্য বিভাগের কনভেনার হিসেবে নিযুক্ত হওয়ায় সম্বর্ধনা জ্ঞাপন বিশালগড় যুবমোর্চার

জনতার কলম,ত্রিপুরা,বিশালগড় প্রতিনিধি :- ত্রিপুরা প্রদেশ বিজিপি বাণিজ্য বিভাগের কনভেনার হিসেবে নিযুক্ত হলেন ব্রজ গোপাল দেবনাথ তিনি বিশালগড় বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হিসাবে আছেন l রাজ্য প্রদেশ বিজেপির এক বার্তায় উনার কাছে পাঠিয়েছেন l উনি প্রদেশ বিজিবি বাণিজ্য বিভাগের কনভেনার হিসেবে নিযুক্ত হওয়ায় বিশালগড় আমবাগান নিজ বাড়িতে গিয়ে সম্বর্ধনা দিয়ে আসেন সিপাহী জলা জেলা যুব মোর্চার সভাপতি নবাদল বণিক এ ছাড়া সহ-সভাপতি রাজেশ সাহা l ওনাকে মিষ্টিমুখ করান l ব্রজগোপাল দেবনাথ রাজ্য প্রদেশে বাণিজ্য বিভাগের কনভেনার নিযুক্ত হওয়ায় সংবাদমাধ্যমের বলেন সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়েই তিনি কাজ করবেন

Exit mobile version