Site icon janatar kalam

কৃষকদের পাশে রয়েছে সরকার : কৃষিমন্ত্রী

জনতার কলম,ত্রিপুরা,আগরতলা, প্রতিনিধি :- আত্মনির্ভর ভারত প্রকল্পে রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যান দপ্তর, দশ বর্ষিয় ” কৃষি পরিকাঠামো উন্নয়ন ” খাতে কেন্দ্রীয় সরকার এবছর রাজ্য সরকারের জন্য ৩৬০ কোটি বরাদ্দ করেছে। আজ বিকেলে মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এই তথ্য জানান। তিনি বলেন, এই প্রকল্পের টাকায় কৃষি পরিকাঠামো উন্নয়ন যেমন, বাজার প্রক্রিয়াকরণ কেন্দ্র , গুদামঘর নির্মান, কোল্ড চেইন, প্যাক হাউস নির্মান ইত্যাদি কাজ করা হবে । তিনি বলেন, বর্তমান কোভিড পরিস্থিতিতেও রাজ্য সরকার কৃষকদের পাশে রয়েছে। তিনি জানান , রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী ফসলবিমা যোজনায় চলতি খারিপ মরসুমে ২ লাখ ৪ হাজার ৩৫৫ জন কৃষক বিমার আওতায় এসেছেন। যা গত বছরের তুলনায় ৪৬৭ শতাংশ বেশি। রাজ্যে কৃষি সার, কীটনাশক, উন্নত বীজের মজুত সন্তোষজনক রয়েছে । তিনি আরও জানান , চলতি কোভিড পরিস্থিতিতেও ২ হাজার ৩ মেট্রিকটন আনারস বহিঃরাজ্যে রপ্তানি করা হয়েছে । আনারস চাষিরা এ বছর কুইন প্রজাতির আানারস প্রতি কে জি ২৯ টাকা,দরে বিক্রি করতে পেরেছেন । গতবছর এর দাম ছিল ২৫ টাকা প্রতি কিলো। এবছর রাজ্যে সবজির ফলনও বৃদ্ধি পেয়েছে বলে এদিন সাংবাদিকের জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

Exit mobile version