Site icon janatar kalam

রাতের অন্ধকারে সড়ক পথের দুই ধারে ফুলের বাগান তৈরী দুষ্কৃতীদ্বারা নষ্টের অভিযোগ

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- রাজ্য সরকার রাজ্যের সড়ক পথের দুই ধারে ফুলের বাগান তৈরী করে সৌন্দর্য্যান করার পরিকল্পনা নিয়ে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এই মহতী কাজে দুষ্কৃতীরা নির্মীয়মান এই কাজ রাতের অন্ধকারে ভেঙে নষ্ট করে দিয়েছে l এতে সরকার ও দেশের সম্পদ নষ্ট হচ্ছে। যারা এই কাজ করছে তারা দেশের উন্নয়নের শত্রু। এমনই দাবি করেছে স্থানীয় জনগন। বৃহস্পতিবার রাতে এমনই একটি ঘটনা ঘটেছে গোমতী জেলার উদয়পুর মহকুমার উদয়পুর- কাঁকড়াবন সড়কে আদর্শ গ্রাম জামজুরি গ্রাম পঞ্চায়েতের বৈষ্ণবীচর এলাকায়। ওই এলাকায় বনদপ্তরের উদ্যোগে ফুলবাগানের বাউন্ডারি ভেঙে ব্যাপক ক্ষতি করে দিয়েছে দুষ্কৃতীরা l শুধু তাই নয়,ফুলের চারা গাছগুলিও তুলে ফেলে দিয়েছে দুষ্কৃতীরা lএতে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার আর্থিক ক্ষতি হয় l আজ সকালে কাজ করতে গিয়ে এই পরিস্থিতি দেখে কর্মীরা হতভম্ব হয়ে যায় l এর পর বনদপ্তর ও কাকড়াবন থানাকে খবর দেওয়া হয় l পরে কাকড়াবন ওসি এসে ঘটনার তদন্ত করে lএই ঘটনায় এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে l

Exit mobile version