Site icon janatar kalam

কর্মের অভাবে কর্মহীনতায় ভুগছি শ্রমজীবী অংশের মানুষরা

জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- অতিমারি করোনা ভাইরাসের আতঙ্কের ফলে জারি হওয়া লকডাউন যেন সাধারণ শ্রমজীবী অংশের মানুষের পেটে আঘাত আনল। এমনই এক চিত্র পরিলক্ষিত হল রাজধানী আগরতলার বটতলা বাজার এলাকায়। লকডাউনে কর্মহারা শ্রমজীবী অংশের মানুষরা মাথায় হতাশার ছাপ নিয়ে কাজের অপেক্ষায় বসে থাকলেও করোনাভাইরাস এর ফলে লকডাউন জারি হওয়ায় সমস্ত নির্মাণ কাজ বন্ধ হয়ে যাওয়ায় বাজারে কাজের অভাব দেখা দেয়। এ নিয়ে কথা বলতে গেলে এরা জানান লকডাউন এর পূর্বে কাজকর্ম নিয়ে কোনরকম অসুবিধার সম্মুখীন না হলেও বর্তমানে লকডাউন জারি হওয়ার আগে এবং পরে কর্মহীনতায় ভুগছেন এরা। তাছাড়া তাদের কাছ থেকে এই মহামারী পরিস্থিতিতে সরকারী সহযোগিতার কথা জানতে চাইলে সরকার থেকে দেওয়া ৫ কেজি চাল বাদ দিয়ে অন্য কোন সুবিধা এরা পাইনি বলে জানান। লকডাউনে অর্থাভাবে কর্মহীনতায় ভোগতে থাকা শ্রমজীবি মানুষদের জন্য কিরকম পদক্ষেপ নেবে রাজ্য সরকার তাই এখন দেখার বিষয়।

Exit mobile version