জনতার কলম,ত্রিপুরা,আগরতলা :- মহামারী করোনা ভাইরাসের আতঙ্কের মাঝে স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতীয় পতাকা তৈরি নিয়ে ব্যস্ত জাতীয় পতাকা প্রস্তুতকারকরা। এমনই চিত্র পরিলক্ষিত হল রাজধানী কামান চোমুনি এলাকার ১ জাতীয় পতাকা প্রস্তুতকারী দোকানে। এদিন ওই দোকানের এক জাতীয় পতাকা প্রস্তুতকারী কে এবছরের চাহিদা ও মূল্য নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান গতবারের তুলনায় মহামারী করোনাভাইরাস এর ফলে জারি হওয়া লকডাউনে ফলে এ বছর চাহিদা কমে গেছে বলে এবং গতবারের তুলনায় এবার জাতীয় পতাকা প্রস্তুতের অর্ডার ও কমে গেছে বলে অভিমত ব্যক্ত করেন প্রস্তুতকারক দোকানদার।অন্যান্য বছর দেশের স্বাধীনতা দিবস অনুষ্ঠান পালনকে ঘিরে বিভিন্ন সামাজিক সংস্থা বড়োসড়ো অনুষ্ঠানের আয়োজন করতে দেখা গেলেও, বর্তমানে এবছর এমন অবস্থায় দেশের স্বাধীনতা দিবস পালনে কোন প্রকারের বড় আয়োজন না থাকলেও ক্ষুদ্র পরিসরে দেশের স্বাধীনতা দিবস অনুষ্ঠান পালন করা যেতে পারে বলে এমনটাই ধারণা রাখছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা।