Site icon janatar kalam

পুলিশের হাতে বাংলাদেশী নগদ 5লক্ষ 75হাজার 500টাকা সহ আটক উজ্জল মল্ল ও প্রবীর সরকার নামে দুই ব্যক্তি

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- বাংলাদেশি টাকা সহ দুই ব্যক্তিকে আটক করলো বি.এস.এফ ও ত্রিপুরা পুলিশ l গোপন খবরের ভিত্তিতে TR O8 0709 নম্বরের একটি টাটা জেস্ট গাড়িকে মনু থেকে ধাওয়া করে বিএসএফের 31 ও 34 নম্বার ব্যাটেলিয়ানের জওয়ানরা। অবশেষে বি এস এফ এর 31 ও 34 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান এবং গোমতী জেলা পুলিশ যৌথ ভাবে উদয়পুর বাগমা পুলিশ ফাঁড়ির সামনে গাড়িটিকে আটক l ওই গাড়ি তল্লাশি চালিয়ে প্রচুর বাংলাদেশি টাকা উদ্ধার করে পুলিশ l ঘটনা, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে নয়টায়। বি এস এফ এর দাবি , গাড়িটিকে তল্লাশি চালিয়ে গাড়িতে উজ্জল মল্ল নামে এক ব্যক্তির কাছ থেকে বাংলাদেশের টাকা উদ্ধার করা হয়। এদিন উজ্জ্বল মল্লের কাছ থেকে বাংলাদেশের 5 লক্ষ 75 হাজার 500 টাকা উদ্ধার করা হয়। গাড়িটির মালিক উজ্জ্বল মল্ল নিজেই। গাড়ির চালক হিসেবে ছিলেন প্রবীর সরকার। এরপর এদের দুজনকেই গাড়ি সহ আটক করা হয়। দুজনেরই বাড়ি মনুতে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা মহকুমায়।কোথা থেকে কি উদ্দেশ্যে এবং কোথায় এই বিশাল পরিমাণ বাংলাদেশী টাকা নিয়ে যাওয়া হচ্ছে তদন্ত করে দেখছে পুলিশ।এদিন বাগমা থানায় বি এস এফ উদয়পুর সেক্টরের ডি আই জি জামিল আহমেদ বি এস এফ ও পুলিশের এই অপারেশন সম্পর্কে সাংবাদিকদের সামনে সমস্ত তথ্য তুলে ধরেন।

Exit mobile version