Site icon janatar kalam

কোভিড মুক্ত 6 জন ব্যক্তিকে কোর্টে তোলার উদ্দেশ্যে অতিরিক্ত মহকুমা শাসকের প্রহরায় নিয়ে আসা হচ্ছে সিপার্ড থেকে

জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- কোভিড কেয়ার সেন্টারে কর্তব্যরত চিকিৎসা কর্মী থেকে শুরু করে ডাক্তারের সাথে দুর্ব্যবহার এমনকি থুতু পর্যন্ত দিয়েছে ৬জন কোভিড কেয়ার সেন্টারে ভর্তি ব্যক্তিরা তাদের নাম গুলি হল অভিজিৎ দাস, মিলন দাস, রঞ্জিত দাস, বিশ্বজিৎ দাস, বিজয় দাস, কর্নজিত দে। তাদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে নেওয়া হয় ব্যবস্থা এবং তাদের বিরুদ্ধে মামলা হয় পুলিশেও। তাদের প্রত্যেক ব্যক্তিকে রাখা হয় সিপার্ডে। মঙ্গলবার প্রত্যেক ব্যক্তিকে কোর্টে তোলার জন্য অতিরিক্ত মহকুমা শাসকের নেতৃত্বে পুলিশের গাড়িতে তোলা হয়। কোভিড কেয়ার সেন্টারে কর্তব্যরত স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের সাথে দুর্ব্যবহারের দায়ে আদালতে তোলা হলো কোভিড মুক্ত ৬জন ব্যক্তিকে, আদালতে তোলার পর তাদেরকে ছেড়ে দেওয়া হবে কিনা দোষী সাব্যস্ত করে পাঠানো হবে কারাগারে সেটাই এখন দেখার বিষয়।

Exit mobile version