Site icon janatar kalam

মুখ্যমন্ত্রীর নিকট ২০১৯-২০ অর্থবর্ষের বাজেটের সঠিক যাচাইয়ের আহ্বান রাখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস

রাজ্যের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে বিভিন্ন দপ্তরে অর্থের কোন খামতি নেই বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী । শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের আলোচনা করতে গিয়ে বলেন ২০১৯-২০ অর্থবর্ষে ২ শতাধিক বিভিন্ন প্রকল্পে রাজ্য সরকার কেন্দ্র সরকার থেকে ১২,৭৬৩ কোটি টাকা পাওয়ার কথা থাকলেও দেখা গেছে ৫৪ টি বিভিন্ন প্রকল্পে কোন অর্থই বরাদ্দ হয়নি বলে জানান তিনি। পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আহবান জানান যে বিষয়টি নিয়ে উনার দিক থেকে যেন যাচাই করেন।

Exit mobile version