জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলা:- এখন থেকে ঘরে বসেই ছাত্র-ছাত্রীরা নিজ পছন্দমত কলেজে নিজেদের মেরিট অনুসারে এডমিশন নিতে পারবেন মঙ্গলবার রাজধানী শিক্ষাভবনে এডমিশন নিয়ে একটি ওয়েব পোর্টাল উদ্বোধন করে এমন মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ. এদিন শিক্ষামন্ত্রী জানান ছাত্র-ছাত্রীরা নিজেদের সুবিধা মত মেরিট অনুসারে কোন ছাত্র নেতা বা কোন আধিকারিক এর সুপারিশ ছাড়াই নিজেদের পছন্দ মতো কলেজে নিতে পারবেন এডমিশন। তাছাড়া তিনি আরো জানান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে পরিকল্পনা করা হয়েছিল যে উচ্চশিক্ষা খাতে এডমিশনের জন্য চালু করা হবে ওয়েব পোর্টাল, তারই বাস্তবায়ন হলো আজ বলে অভিমত ব্যক্ত করলেন তিনি.