জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- আজ মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব কুরবানি ঈদ এদিন ঈদকে কেন্দ্র করে রাজধানীর চিত্তরঞ্জন রোড স্থিত গেদু মিয়া মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়া এবং সমস্ত নিয়মকানুন মেনে ঈদ পালন করলো মুসলিম ধর্মের লোকেরা। এদিন কুরবানী ঈদের ব্যাখ্যা দিতে গিয়ে গেদু মিয়া মসজিদের এক ইমাম জানান যে আজ থেকে প্রায় ৫০০০ বছর পূর্বে হযরত ইব্রাহীম আলেহি সালাম নামক এক নবীকে আল্লাহর পক্ষ থেকে নিজের সবচাইতে প্রিয় প্রাণীকে আল্লাহর কাছে কুরবান দেওয়ার কথা বললে, তিনি নিজের সবচাইতে প্রিয় সন্তান ইসমাইলকে আল্লাহর কাছে কুরবানি দিতে চাইলে আল্লাহর পক্ষ থেকে দুম্বা নামক এক পশুর কুরবানী চাওয়া হয়, সেই থেকে ঈদের এই দিনে কুরবানীর প্রথা চালু হয় সারা বিশ্বজুড়ে। তাছাড়া তিনি আরো বলেন পশু কুরবানির অর্থ মাংস খাওয়া নয়, এই কোরবানি ঈদে কোরবানি দেওয়া পশুদের মাংস টিকে তিন ভাগে ভাগ করে গরিবদের মধ্যে বিতরণ করে ঈদের এই দিনে আনন্দে তাদেরকেও শামিল করা হলো কুরবানী ঈদের মূল কারণ বলে অভিমত ব্যক্ত করেন তিনি।