দেশে চলছে আনলক–২ পর্ব। যা শেষ হবে ৩১ জুলাই। এরপর শুরু হবে আনলক–৩ পর্ব। চলবে ৩১ আগস্ট অবধি। যার গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যেখানে উল্লেখযোগ্য নাইট কারফিউ তুলে নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ৫ আগস্ট থেকে খুলে যাবে যোগ শিক্ষা কেন্দ্র ও জিমনাসিয়াম। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুল, কলেজ, কোচিং প্রতিষ্ঠান ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। আনলক–৩ পর্বেও বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। এছাড়া বন্ধ থাকবে সিনেমা হল, সুইমিং পুল, পানশালা।
ভারতে করোনা সংক্রমণের হার প্রতিদিন বেড়েই চলেছে। আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৫ লক্ষ ৩১ হাজার ৬৬৯। মৃত্যু হয়েছে ৩৪,১৯৩ জনের। গত একদিনে আক্রান্ত ৪৮,৫১২। মারা গেছেন ৭৬৮ জন। এই পরিস্থিতিতে আনলক–৩ পর্বে কোনও ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র। শুধু নাইট কারফিউ তুলে দেওয়া ছাড়া।
জানা গেছে আনলক–৩ পর্বেও বন্দে ভারত মিশনের অন্তর্গত আন্তর্জাতিক যাত্রীবাহি বিমান পরিষেবা চালু থাকবে। বন্ধের তালিকায় সিনেমা হল ছাড়াও রয়েছে থিয়েটার, বিনোদন পার্ক, অডিটোরিয়াম। যেকোনও রকম জমায়েতে নিষেধাজ্ঞা আগের মতোই জারি রয়েছে।