জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা:- বেসরকারি একটি সংস্থার বিরুদ্ধে বকেয়া বেতন না দেওয়ার অভিযোগ আনল ওই সংস্থায় কর্মরত কর্মচারীরা. ঘটনা সূত্রে জানা যায় ঐ সংস্থার কর্মচারীদের প্রথমে সংস্থার পক্ষ থেকে কর্মচারীদের বিদ্যুৎ নিগমে নিয়োগ করানো হয়, কিন্তু নিয়োগের ২, ৩ মাস গড়িয়ে গেলেও বেতনের টাকা না পাওয়ায় ক্ষোভে ফুলে উঠে কর্মচারীরা. তাঁরই জেরে আজ রাজধানীর মহারাজগঞ্জ বাজারে এনআইবিএস এর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ কর্মচারীরা. তাঁদের দাবী সংস্থা যেন তাঁদের বকেয়া বেতন মিটিয়ে দেয়.