Site icon janatar kalam

রাজধানীর অন্যতম রেফারেল হাসপাতালে দেখা গেলো সামাজিক দূরত্বের অভাব

জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা:- রাজ্যে এই বিপন্ন পরিস্থিতিতে রাজ্যের অন্যতম রেফারেল হাসপাতাল আইজিএমে রোগী নিয়ে আসা রোগীর আত্মীয় পরিজনদের বেসরকারি নিরাপত্তা রক্ষীদের দ্বারা সামাজিক দূরত্ব বজায় রাখা ও হাসপাতালে নিয়মনীতি মেনে চলা এবং হাসপাতালের ভেতরে যাতে ভিড় না জমায় তা নিয়ে সচেতন করার চেষ্টা চালালেও কোন হেলদোল পরিলক্ষিত হ’ল না জনসাধারণের মধ্যে. কেননা রাজ্যে যেভাবে ক্রমাগতভাবে বেড়েই চলছে করোনা সংক্রমনের সংখ্যা তাতে হাসপাতালে ভিড় জমালো করোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন হাসপাতালের এক বেসরকারি নিরাপত্তা রক্ষী.

Exit mobile version