Site icon janatar kalam

করোনা প্রতিরোধে ব্যবসায়ী দের নিয়ে বৈঠকে উদয়পুর পুর পরিষদ।

জনতার কলম,এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- উদয়পুর পুর এলাকার সমস্ত দোকানদারদের সংগঠনগুলোর পদাধিকারীদের নিয়ে রবিবার উদয়পুর পুর পরিষদের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ সভা । উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার ও ভাইস চেয়ারম্যান অনুপম চৌধুরী। গোটা রাজ্যে বিশেষ করে সাম্প্রতিককালে উদয়পুরে যেভাবে করোনা রোগীর সংখ্যা বেড়ে চলেছে। তাকে প্রতিহত করার লক্ষ্যেই ব্যবসায়ীদের সংগঠন এর কর্মকর্তাদের নিয়ে আজকের এই সভা। এই সভাতে সমস্ত দোকানদারদের সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সবাইকে সরকারি নির্দেশ মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা করার আহ্বান জানান। উদয়পুর শহরকে এবং বাজার এলাকা থেকে যাতে কোনো ধরনের ভিড় না জামতে পারে তার জন্য ব্যবসায়ীদের উদ্যোগ নিতে আহ্বান জানান। ব্যবসায়ীদের পক্ষ থেকে করোনা প্রতিরোধে পুর পরিষদ এবং সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো এবং নিয়ম কানুন গুলি যথাযথভাবে পালন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

Exit mobile version