Site icon janatar kalam

ইউজিসি’র নির্দেশিকা পুড়িয়ে এসএফআই এর প্রতিবাদ কর্মসূচী উদয়পুরে

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- ইউজিসি দ্বারা প্রকাশিত ছাত্র বিরোধী নির্দেশিকা ও করোনা অতিমারির অজুহাতে সিবিএসই সিলেবাসকে গৈরীকিকরণ করার প্রতিবাদে এসএফআই এর প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয় উদয়পুরে। ইউজিসি’র নির্দেশিকা পুড়িয়ে প্রতিবাদ জানায় ছাত্ররা। দেশের সরকারের ছাত্র শিক্ষা বিরোধী নীতির প্রতি তীব্র প্রতিবাদ জানায় তারা।এদিন এসএফআই-এর প্রতিবাদ কর্মসূচী ছিলো গোটা দেশে। দেশের সরকার করোনা অতিমারি ও লকডাউনের সুযোগ নিয়ে সিবিএসই’র সিলেবাস থেকে ধর্মনিরেপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতান্ত্রিকতা ও ভারতীয় সংবিধানের পাঠকে সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে। তারা মনুবাদকে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এগুলি ভয়ঙ্কর ব্যাপার। অন্যদিকে অতিমারির সময়ে পরীক্ষা নেওয়া, ছাত্রদের মধ্যে ডিজিটাল বিভাজনের খেলায় নেমেছে ইউজিসি। শুক্রবার এরই প্রতিবাদে সামিল হয়েছে এসএফআই। এদিনের কর্মসূচীতে হাতে পোস্টার, ফ্ল্যাগ নিয়ে প্রতিবাদে সামিল হয় ছাত্ররা। ইউজিসি’র নির্দেশিকা আগুন দিয়ে পুড়িয়ে দেয় ছাত্ররা। কর্মসূচীতে উপস্থিত ছিলো ছাত্রনেতা আফতাবুল সরকার, মুক্তার হোসেন, প্রীতম শীল প্রমুখরা।

Exit mobile version