জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলা:- রাজ্যের মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক পদক্ষেপ করোনা প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে লেবুর রস আনারস খাওয়ানোর কর্মসূচিকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় জনসাধারণের মধ্যে. তারই অঙ্গ হিসাবে রাজধানী রামনগর সহ শহরের বিভিন্ন ওয়ার্ডগুলিতে আয়োজিত এই কর্মসূচি গুলিতে চোষে বেড়ান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, এ দিনের কর্মসূচি থেকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক পদক্ষেপের প্রশংসা করে ধন্যবাদ জানান এবং পাশাপাশি এদিন গরীব ও দুস্থ জনগণের শরীরের ইমিউনিটি বাড়ানোর জন্য নিজ হাতে আনারস ও লেবুর রস খাওয়ালেন. এই দিনে অনুষ্ঠানকে ঘিরে শহরের বাট গুলিতে পরিলক্ষিত হয় ব্যাপক উৎসাহ.