জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- শনিবার এবছর মাধ্যমিক পরীক্ষায় স্থানাধিকারী উদয়পুর ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি ছাত্র অলড্রিন রায়, উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলের কৃতী ছাত্রী বর্ণালী দেবনাথ এবং কৃতী ছাত্র সঞ্চন পালের সাথে দেখা করে সংবর্ধনা জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এছাড়া সাথে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন মন্ত্রী কৃতী ছাত্র ছাত্রীদের এই অনন্য কৃতিত্বের জন্য তাদেরকে কুর্ণিশ জানান। পাশাপাশি তিনি তাদের পিতামাতা সহ গুরুজনদের ও শিক্ষক শিক্ষিকাদেরও অভিনন্দন জানান। মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বলেন ধারাবাহিক ভাবে প্রতি বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের সাফল্যে অনুপ্রাণিত হচ্ছে উদয়পুরের ভবিষ্যত প্রজন্ম। আগামীদিনে এই সকল কৃতী ছাত্র ছাত্রীরা আরও সফলতার চুড়ান্ত শিখরে পৌঁছবে এই প্রত্যাশা রাখবেন বলে মন্ত্রী আশা ব্যক্ত করেন।