Site icon janatar kalam

পারিবারিক কলহের জেরে আত্মহত্যার পথ বেছে নিল রাজধানী দুর্জয় নগর এলাকার এক গৃহবধূ.

সংবাদ প্রতিনিধির ত্রিপুরা আগরতলা:- ঘটনার সূত্রে জানা যায় গৃহবধুটি প্রায়ই শ্বশুরবাড়ির লোকেদের কাছে মানসিক নির্যাতনের শিকার হতে বলে অভিযোগ মৃতার বাড়ির লোকেদের. এই ঘটনাটি মৃত গৃহবধূ টি প্রায়ই তার বাবার বাড়ী লোকেদের কাছে জানাত বলে জানা যায়, মানসিক নির্যাতন এই পর্যায়ে এসে পৌঁছেছে যে কোন কিছুর কুলকিনারা না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়ে পৃথিবী থেকে চির বিদায় নিল গৃহবধুটি. তারই পরিপ্রেক্ষিতে মৃতার বাড়ির পক্ষ থেকে থানায় মামলা করা হয় শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে, অভিযুক্ত স্বামী লক আপ এ রয়েছে বলে জানান মৃতার আত্মীয়.

Exit mobile version