জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির আহ্বানে রাজ্যব্যাপী কর্মসূচীর অঙ্গ হিসাবে উদয়পুরে সোমবার পেট্রোপন্যের মূল্যবৃদ্ধি প্রত্যাহারসহ সাত দফা দাবিতে প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়। উদয়পুর জামতলায় রাস্তার উপর শারিরিক দূরত্ব বজায় রেখে বুকে দাবি সম্বলিত পোস্টার ঝুলিয়ে প্রতিবাদে সামিল হন সংগঠনের নেতৃত্বরা। কর্মসূচীর প্রায় শেষ লগ্নে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে কর্মসূচীকে বাঁধা দেওয়ার চেস্টা করে। যদিও বাঁধাকে অতিক্রম করেই কর্মসূচী করেছে তপশিলী জাতি সমন্বয় সমিতি উদয়পুর মহকুমা কমিটি।কর্মসূচী শেষে সাত দফা দাবি সম্পর্কে প্রেক্ষাপট তুলে ধরেন ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি’র রাজ্য কমিটির সভাপতি রতন ভৌমিক। তিনি পুলিশের শাসক দলের রাজনৈতিক লেজুরবৃত্তিপনার তীব্র প্রতিবাদ করেন। বলেন, বিজেপি গোটা রাজ্যে প্রকাশ্যে মিছিল সমাবেশ করলেও কোনো বাঁধা নেই পুলিশের। অথচ মানুষের দাবি নিয়ে সরকারের বিরুদ্ধে বামপন্থীদের কর্মসূচীতে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে পুলিশ। উদয়পুরে এই অতি শাসক দলের রাজনৈতিক প্রভুপনা বেশি পরিলক্ষিত হচ্ছে বলে জানান।